কিছু মাইন্ড হ্যাক টিপস বলবেন কি?

    Add Comment
    1 Answer(s)

      ★মাইন্ড হ্যাকিং

      সোজা ভাষায় “মাইন্ড হ্যাকিং” এর “মাইন্ড” মানে “মন” আর “হ্যাকিং” মানে “চুরি” সুতরাং কারো অজান্তেই তার মন চুরি করে নিজের স্বার্থসিদ্ধি’ই হলো মাইন্ড হ্যাকিং।

      যেহেতু আপনি আপনার ব্রেইন দিয়ে অন্যের ব্রেইনকে নিয়ন্ত্রণ করবেন তাই আপনাকে অবশ্যই অবশ্যই একটু হলেও তো ব্রিলিয়্যান্ট হতেই হবে…আপনার ব্রেইন’ই আপনার একমাত্র হ্যাকিং গ্যাজেট!!!

      কিছু নমুনা ফলো করুন:

      • আপনি যদি সারাদিন শুধু বকবক করেন বা বাচাল স্বভাবের হন তাহলে স্বভাবতই কেউ আপনার গুরুত্বপূর্ণ কোন কথাতেও পাত্তা দিবে না। সুতরাং সবার নিকট আপনার কথার গ্রহণযোগ্যতা পেতে এমন বাচালতা বাদ দিতে।
      • কথা বলার সময় শান্ত ও ধীরস্থির থাকুন; দৃঢ়ভাবে কথা বলুন; তাহলে আপনি যার সাথে কথা বলছেন তিনিও আপনার কথা শুনতে ফোকাস হবেন।
      • মেয়েরা সাধারণত ছেলেদের সাইকোলজি খুব তাড়াতাড়ি পড়তে পারে তাই ভালোবাসা প্রপোজালে শুধু সবার চক্ষু হতে লুকিয়ে একটু মুচকি হাসি দিলেই আপনার প্রপোজের মেসেজটি সে এমনিতেই পেয়ে যাবে।
      • কথা বলার সময় অপর পক্ষের কথাও মনোযোগ দিয়ে শুনুন, যদিওবা তা শুনতে আপনার ভালো না লাগে…তাহলে উক্ত ব্যক্তিও আপনার কথাতে এটেশন দিবেন।
      • শত্রুর সাথে সবসময় মধুর মতো ব্যবহার করুন তাহলেই তার দূর্বলতা আপনি আপনি সে আপনাকে অজান্তেই জানিয়ে দিবে; সাইবার জগতে যেটাকে বলে ভার্নাবিলিটি- সাইকোলজিতে সেটাই হলো “ভুল-ভ্রান্তি”।
          • এরপর তার কাছাকাছি আসার চেষ্টা করুন।
      1. অপরিচিত কারো মনে জায়গা পেতে আপনি তার দূর্বলতম জায়গাটা খুজে বের করুন এবং তাকে সেই বিষয়ে সাপোর্ট দিন( তা ইউক মোরাল সাপোর্ট/ফিজিক্যাল সাপোর্ট) যে কোন।
      2. তাকে সহজাত কেয়ার করুন; তাকে গুরুত্ব দিন।
      3. শত ব্যস্ততার মাঝেও যে আপনি তাকে সময় দিচ্ছেন এবং হাসিমুখে সেটা উপভোগ করছেন; এমনটা তাকে ভাব-ভঙ্গিতে উপলব্ধি করানোর চেষ্টা করুন।
      4. তার পছন্দের জিনিসগুলা তার সামনে উপস্থাপন করার চেষ্টা করুন; এমনকি আপনার মন না চাইলেও তাকে বোঝানোর চেষ্টা করুন যে “অনিচ্ছাসত্ত্বে কেবলমাত্র তার জন্যই আপনি এতোসব করছেন”।
      5. কখনো তার কথাতে বিরক্তি প্রকাশ করবেন না; সদা হাস্যজ্জল হয়ে কথা বলার চেস্টা করবেন।
      6. বিপরীত জেন্ডারের কেউ হলে তাকে মাঝে মাঝে গিফট দিন; অল্প সমান্য টাকার গিফটও মনের মাঝে আসন করে নেওয়ার জন্য যথেষ্ট মূল্যবান বটে!
      Professor Answered on July 24, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.