কিছু মানুষ নিজেকে সব সময় সঠিক মনে করে কেন?
কিছু মানুষ নিজেকে সব সময় সঠিক মনে করে কেন?
Add Comment
- অল্পবিদ্যা ভয়ঙ্করী। যারা এই শ্রেণির লোক তারা নিজেদের পন্ডিত পিথাগোরাস মনে করে।
- পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো মানুষের জন্ম হয়নি, যে ভুল-ত্রুটির ঊর্ধ্বে ছিল। তারা হয়তো এলিয়েন, মানুষ নয়।
- ব্যর্থতা, প্রতারণার শিকার না হলে এমন মনোভাব তো হবেই। তবে আপনারা এখনও অপরিণত।
- একটু ভাব ধরে আরকি, নিজেকে আইনস্টাইন হিসেবে জাহির করতে চাওয়ার ব্যর্থ অভিপ্রায় তবে মানুষ কিন্তু বোকা নয়। নিব্বা-নিব্বিদের মধ্যে বেশি হয় এমন।
- সমাজের উচ্চ শ্রেণির ভদ্র লোকরা বেশি বেশি পন্ডিতি দেখাইতে চায়। তবে ওরাই আসল বাটপার। দরবার, সালিশে ঘুষ খেয়ে পক্ষপাতিত করে আর মুখে ভাব মারে পারফেক্ট মানুষের ডিজিটাল চেহারা।