কিছু স্টাডি হ্যাক কী কী যা প্রতিটি শিক্ষার্থীর জানা উচিত?
কিছু স্টাডি হ্যাক কী কী যা প্রতিটি শিক্ষার্থীর জানা উচিত?
আপনি কি এখানে পড়াশোনা করতে চান?
অবশ্যই না । কেননা পড়ার ঘরটি হতে হবে সাজান গোছান এবং আলো বাতাসে পরিপূর্ণ।
২। অধ্যায়নের সময় হাঁটা চলা আপনার মস্তিষ্ককে আরও সচল করে তোলে।
কিছু লাইব্রেরিতে শিক্ষণ দক্ষতা বাড়াতে চাকা যুক্ত টেবিলের ব্যবস্থা রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও কিছু রয়েছে। তুমি আশেপাশে খোঁজ নিলে এমনটি আরো দেখতে পাবে।
৩। মনে মনে পড়ার চেয়ে শব্দ করে পড়া ভালঃ এমনভাবে পড়বে যেন অন্য কাউকে শিখাচ্ছ। মনে মনে পড়ার চাইতে শব্দ করে পড়লেই বেশি মনে থাকে।
৪। একা পড়া ভাল না গ্রুপে পড়া ভাল সেটা তোমার এবং ঐ গ্রুপের উপর নির্ভর করবে।
৫। ভাল মানের গান শোনঃ ভাল গান পড়াশোনায় মনযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
৬। নিজেকে পুরস্কৃত করঃ ছোট পুরস্কার তোমার পড়া ও জানার গতিকে বাড়িয়ে দিবে।
৭।প্রচুর জল পান কর আর মুক্ত বাতাসের স্বাদ নাও।
৮। প্রিয় শখের কাজগুলি করে যাও যা তোমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
৯। ছবির মাধ্যমে শিখলে দ্রুত শেখা যায়।
১০। প্রথমে কঠিন বিষয় পড়ার পর সহজ বিষয় পড়বে।
১১। বিভিন্ন রকম Study Apps এর সহায়তা নিতে পার।
১২। দ্রুত পড়ার জন্য Times new roman হরফ ব্যবহার করা যেতে পারে।
১৩। অনুশীলন,অনুশীলন এবং অনুশীলন। অনুশীলনের দ্বারাই সফল হওয়া সম্ভব।
১৪। গল্প তৈরি করঃ যে বিষয় পড়বে সেটা কল্পনায় গল্পের আকারে সাজিয়ে নিলে মনে রাখতে সহজ হয়।
১৫। পছন্দের কিছু করতে পারঃ হাতে ঘড়ি ,কানে দুল কিংবা ঠোঁটে লিপিস্টিক লাগাতে পার। যা তোমার পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে পারে।
১৬। পরীক্ষার আগের সারা রাত ধরে পড়বে না, কেননা তখন অধিক তথ্য মনে রাখার জন্য তোমার পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের প্রয়োজন ।
এটি ঘুমের সূচী নয়।