কিভাবে আমার জিমেল আকাউন্টে লগ ইন এর সময় ফোনে যে কোড দেই সেটা একটিভ করবো ধাপগুলো জানাবেন কি?
কিভাবে আমার জিমেল আকাউন্টে লগ ইন এর সময় ফোনে যে কোড দেই সেটা একটিভ করবো ধাপগুলো জানাবেন কি?
Add Comment
প্রথমেই আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করুন। এবার এই লিংকে গিয়ে 2-Step Verification এর ডানদিকে থাকা Setup এ ক্লিক করুন। পরবর্তী পেজে Start Setup বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে Send Code বাটন চাপুন। এবার আপনার ফোনে একটি ৬ ডিজিটের কোড নাম্বার পাঠানো হবে। Enter Verification Code লেখাটির নিচে থাকা বক্সে কোড নাম্বারটি লিখে Verify বাটন চাপুন।
হয়ে গেলো সেটআপ। এরপর থেকে আপনি যখনই আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে চাইবেন, তখন আপনার ফোনে একটি কোড নাম্বার আসবে।