কিভাবে আমি ক্ষমতশালী হতে পরবো?
কিভাবে আপনি ক্ষমতাশালী হবেন তাই তো?
বাস্তব যেটা সেটাই আপনাকে বলবো শুধু শুধু শাধু পন্ডিত হতে বলবো না কারন বর্তমানে শুকনা কথায় চিড়া ভিজে না।
তেল ওয়ালা মাথায় মানুষ আরো তেল দিতে চাই আর যার মাথায় তেল নাই তাকে কেউ তেল দিতে চাই না কারন টা কি???
কারন হচ্ছে যার তেল আছে তাকে যদি আমি একটু তেল দিয় তাহলে হয়তো আমিও একটু তার কাছে থেকে তেল পেলেও পেতে পারি আর যার মোটেও তেল নাই তাকে তেল দিয়ে কি লাভ? সে তো আর আমাকে পরে ফেরত দিতে পারবে না তাই বলা হচ্ছে যার একটু আছে তাকে সবাই সাহায্য করে মুল্য দেয় সম্মান করে ।
বর্তমান সমাজে ও রাষ্ট্রের যে অবস্থা এই সিচুয়েশনে সৎ পথে থেকে ক্ষমতাশালী হতে পারবেন না বছর দশেক আগেও সৎ, শিক্ষিত মানুষদের দাম দিতো সম্মান করতো আর এখন যার টাকা আছে মানে টাকাটা আপনি কিভাবে উপার্জন করছেন এটা কোন ফ্যাক্ট না হোক সে কালোবাজারি, দুনীর্তি,পরের সম্পদ আত্মসাৎ বা পতিতাবৃত্তি করে। টাকা হলেই হলো তাহলেই আপনি ক্ষমতাশালী মানুষ, বিচার শালিসের বিচারক আসনে বসতে পারবেন,এবং যে কোন অনুষ্ঠানে দাওয়াত পাবেন প্রধান অতিথি হতে পারবেন আবার রাজনৈতিক কোন পদ ও পেতে পারেন ।
আমাদের এলাকায় একজন বেশ সম্পদশালী লোক আছে তো তাদের বাড়ির পাশ দিয়ে গেলে ভাবি এরা এত সম্পদ পেলো কোথায়? তারপর এলাকার ২,৫ জন মুরব্বিদের কাছে শুনলাম ঘটনা কি? তখন তারা বললো এই বাড়ির মালিক ছিলেন একজন ডাক্তার, তো তার কাছে যেসব রুগী আসতো তারা যদি টিট্রটমেন্ট করে টাকা পরিশোধ করতে না পারতো তাহলে তাদের জমি জমা লিখে নিতো।