কিভাবে একজন মানুষকে চিনতে পারব?
কিভাবে একজন মানুষকে চিনতে পারব?
Add Comment
- মানুষকে চেনার মোক্ষম অস্ত্র হলো তাকে টাকা ধার দেয়া।
- মানুষকে চেনার একটি অন্যতম তরবারী হল তার কাছে আপনার গোপন কথা শেয়ার করুন।
- মানুষকে চেনার আরেকটি তলোয়ার হল- তার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করুন।
- মানুষকে চিনতে হলে ইচ্ছাকৃতভাবে তার পেছনে ঢাকা উড়ান।তারপর তার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন।
- মানুষকে বুঝতে হলে আগে আপনি বিপদে পড়ুন।তারপর তাদের আপনার প্রতি মনোভাব দেখুন।
- দেখুন যে তেলবাজি এবং চাটুকারিতা করেন কিনা!এরা সাধারণত দুমুখো সাপ।
- তাছাড়া দেখুন যে মানুষটির কথা এবং কাজে মিল আছে কিনা।
- যারা সাধারণত কথা দিয়ে কথার বরখেলাপ করে না, তাদের সম্পর্কে আস্থা রাখতে পারেন।
- যাদের লেনদেন অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন,তারা সাধারণত আস্থাশীল মানুষ।
- দেখুন যে সময়ানুবর্তী কিনা।অর্থাৎ সঠিক সময়ে উপস্থিত হতে পারেন কিনা।যারা সময় মেইনটেইন করতে পারেনা,এরা সাধারণত উদাসীন হয়ে থাকে।