কিভাবে কথা বললে সবার মনোযোগ আমার দিকে থাকবে?
কিভাবে কথা বললে সবার মনোযোগ আমার দিকে থাকবে?
Add Comment
- প্রথমত নিজের পার্সোনালিটি এবং ফেস ভ্যালু উন্নত করুন।
- কথা বলুন স্পষ্টভাবে।
- কথা বলার সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস আনুন।
- নিজের মধ্যে নার্ভাসনেস আনবেন না।
- হাসিখুশি এবং উৎফুল্ল মেজাজ এ থাকুন।
- অন্যরা যখন কথা বলে তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন।
- কথা বলুন গুছিয়ে এবং টু দা পয়েন্ট।
- প্রচুর পরিমাণ জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ রাখুন।
- চোখে চোখ রেখে কথা বলুন।
- অন্যের মনস্তত্ত্ব বুঝে সে অনুযায়ী কথা বলুন।
- মানুষকে মাঝে মাঝে প্রশংসা করুন।
- নিজেকে অন্যের জায়গায় ভাবুন।