কিভাবে কম কথা বলায় অভ্যস্ত হবো?
কিভাবে কম কথা বলায় অভ্যস্ত হবো?
Add Comment
১। দৃঢ় সংকল্প করতে হবে।
২।কথা কম বলার প্রয়োজনীয়তা ভালভাবে উপলব্ধি করতে হবে।
- (যারা কথা বেশি বলেন তাদের কথায় ভুলও বেশি থাকে।
- কথা বেশি বললে অনেক সময় অনেক গোপন বিষয় মুখ ফসকে বের হয়ে যায়।
- বেশি কথা বললে মানুষ তাকে তেমন পছন্দ করেন না বরং বিরক্তিকর ভাবেন।
- আল্লাহর ভালবাসা এবং মানুষের ভালবাসা পাওয়ার জন্য সততা অবলম্বন করাই যথেষ্ট।)
৩। নিয়মিত জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে কুরআন এবং হাদিসের
জ্ঞান ।
কারণ কুরআন হল এমন গ্রন্থ যা মানুষের সকল সমস্যা কিভাবে সমাধান করতে হবে তার পথ দেখায় আর হাদিস হল সেই গ্রন্থ যা সেই পথে কিভাবে চলতে হবে তা শিখিয়ে দেয়।
ধন্যবাদ।