কিভাবে কোনো পড়া তাড়াতাড়ি মুখস্থ করতে পারি?
কিভাবে কোনো পড়া তাড়াতাড়ি মুখস্থ করতে পারি?
Add Comment
পড়া মুখস্থ করার আইডিয়াটাই ভুল । পড়া বুঝতে লাগে । না বুঝে মুখস্থ করা যেমন কষ্টকর, তেমনই নিষ্ফল কারণ সেটা অবধারিতভাবে খানিক সময়ের পর ভুলে যাবেন ।
তবে সময়ের প্রয়োজনে কিছু বিষয় মুখস্থ রাখার প্রয়োজন পড়তে পারে; সেক্ষেত্রে সেগুলোকে লিখে-লিখে অভ্যেস করা সবচেয়ে ফলদায়ী । সাধারণত, একই জিনিসের পুনরাবৃত্তিই সেটাকে মনে রাখতে সবচেয়ে বেশি সহায়তা করে , সেটা বোঝার ব্যাপারই হোক আর মুখস্থের ব্যাপারই হোক ।