কিভাবে ক্ষমতাশালী ব্যক্তি হওয়া যায়?
কিভাবে ক্ষমতাশালী ব্যক্তি হওয়া যায়?
Add Comment
- নিজের চরিত্রকে নির্ণয় করতে হবে।যেমন সত্য কথা বলার অভ্যাস করতে হবে, অন্যের সঙ্গে নির্দোষ মিথ্যা কথা বলা যায়, কিন্তু অকারণে বা নিজের সঙ্গে মিথ্যা বলা উচিত নয়।
- দরকার থেকে কম বলতে হবে।অতীতে অনেক লোক আছেন প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে বিপদে পড়েছেন সুতরাং কথা দরকার থেকে অনেক কম বলা ভালো।
- কাজ দিয়ে জিতার চেষ্টা করুন তর্কে নয়।তর্ক করে কোনো লাভ নেই, আপনি জিতে গেলেও সামনের জন মানবে না, আপনি হেরে গেলেও তো কিছু করার নেই, তাই কাজে ফোকাস করা ভালো।
- তোমার মত চিন্তা করো কিন্তু সাধারণ ভাবে কথা বলো।আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু সামনের জন প্রস্তুত নয়, তো বেশি কথা নে বলাই শ্রেয়।
- সব সময় উপস্থিত থাকবেন না।