কিভাবে চুল লম্বা করা যায় ?
আপনি এলোভেরার জেল এবং সামান্য পেয়াজের রস একত্রে করে মিশিয়ে চুলে লাগান এবং একঘণ্টা পর ধুয়ে ফেলুন। একদিন পর পর ব্যবহার করুন। খুব ভাল ফল পাবেন।এছাড়া ডিমের সাদা অংশ ও টক দই একত্রে করে দিলেও ভাল ফল পাবেন।তবে আপনি যদি একেবারে শর্ট উপায়ে চুল লম্বা কিংবা চুল পড়া বন্ধ করতে চান তাহলে আপনি হেয়ারডেক্স তেল এবং তার সাথে ভিটামিন ই ক্যাপ একত্রে মিশিয়ে একদিন পর পর চুলে লাগাবেন,এতে আপনি সব থেকে দ্রুত ফল পাবেন।