কিভাবে তাকে পুনরায় ফিরে পাব?
আমার এক জনকে খুব ভালো লাগে। আগে চিনতাম না, ১বছর হয় তার সাথে পরিচিত হয়েছি। সম্পকে উনি আমার ভাই। সেই ভাইয়া বিবাহিত। কিন্ত আমি তাকে পছন্দ করি। এখন আমি ওনার ছোট ভাই। বেশ কিছু দিন বেরাতে গেছলাম, দেখা করে দুই জন অনেক কথা বলতাম। আমি ওনার বাসাতেও যাইতাম। কিন্ত গত কয়েক মাস থেকে উনি আমার সাথে আর দেখা করতে বা কথাও বলতে চাইছেন না। আমি এখনও তাকে আগের মতোই পছন্দ করি। দেখা করতে চাইলে বলেন যে, না, দেখাকরব না। ফোন দিলে খুব কম রিসিভ করে, যদিও তার কোন ব্যস্ততা থাকে না। আমি কিভাবে বা কি করলে তাকে ঠিক আগের মত করে পাব? পিলিচ আমাকে সাহায্য করেন। এতে আমি অনেক উপক্রিত হব।
Add Comment
তার সাথে দেখা করে , তার সমস্যার কথা জানার চেষ্টা করুন। এবং ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন। ও যেটি ভালো বাশে সেটি করার চেষ্টা করুন। আশা রাখি সমাধান পাবেন।