কিভাবে নিজেকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা যায়?
কিভাবে নিজেকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা যায়?
Add Comment
ভাই স্মার্ট কি?
আমি মনে করি, প্রকৃত স্মার্ট তারাই যারা আল্লাহ ভীরুতার ভিতর দিয়ে আল্লাহ এর আইন মেনে সব মানেজ করতে পারে। যার আল্লাহ ভীরুতা নাই, যার সবার সাথে মানেজ করার সামর্থ্য নাই, যে বিপদে ধৈর্য ধারণ করতে পারে না, গুছায়ে চলতে পারে না তারা কোন ভাবেই স্মার্ট এর ভিতরে পরে না। বলতে পারেন যে এত বড়ো চাকরী করে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু টাদের কিছু সাময়িক অবস্থানকে আপনি দেখছেন বলে এমন ভাবছেন। হা তাদের ছোট না করার জন্য বলতে পারেন তারা পারসিয়াল স্মার্ট। জীবনের সাথে ইসলামের সমন্বয় করে চলতে পারাই তো বিশাল স্মার্টনেস। জীবনের প্রতিটা বিষয়ের সাথে যে কুরআনের সমন্বয় ঘটাতে পারে, সেই স্মার্ট।