কিভাবে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করবো?
কিভাবে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করবো?
খুব সুন্দর প্রশ্ন। ধন্যবাদ। আপনার মত আমি নিজেও চাই নিজেকে ভিন্ন রুপে তুলে ধরতে কিন্তু সম্ভবপর হয়ে উঠে না। তবে হ্যাঁ এটা নিয়ে কিছু বলি…
০১. সবাই যা ভাবছে বা যা করছে আপনে তার বিপরিত কিছু করার চেষ্টা করুন। এই বিপরিত মানে কিন্তু এটা না বিরোধিতা করা। এই বিপরিত টা হলো অনেক টা নিজেকে নতুন কিছুর সাথে পরিচিত করানোর মত।
০২. নিজের লক্ষ্যে সব সময় থাকুন
০৩. কে কি বললো সে সব এ মাথা না ঘামায় নিজের কাজ করুন। সময়ের প্রতি যথেষ্ট মনোনিবেশ করুন।
০৪. আপনার বাহ্যিকতায় পরিবর্তন আনুন।
০৫. নিজেকে মেলে ধরুন। কখনও নিজেকে ছোট মনে করবেন না। নিজের ওপর সব সময় আস্থা রাখুন। যা আপনাকে অন্যের থেকে আলাদা করতে সহয়তা করবে।
০৬. নিজেকে গুটিয়ে রাখবেন না। লোকচক্ষুর ভয়ে কুচকে যাবেন না। দুমড়ে মুচরে না থেকে নিজেকে এখুনি মেলে ধরুন।
০৭. সব সময় পজেটিভ ভাববেন ও পজেটিভ কাজ করবেন।
০৮. কাউকে অনুকরন করবেন না। প্ররতিটা মানুষের নিজের বৈশিষ্ট্য রয়েছে। নিজের বৈশিষ্ট্য গুলোকেই ফুটিয়ে তুলুন। আপনা আপনি আপনার ভিন্ন রুপ প্রকাশ পাবে।
০৯. নিজেকে কাজে ব্যস্ত রাখুন। রান্না করুন, প্রতিদিন কিছু শিখুন।
১০. আমি সব চায়তে বেশি যেই বিষয়টা কে গুরুত্ব দিই তা হলো হাসুন। প্রাণ খুলে হাসুন। হাসি মুখে সবার সাথে কথা বলুন। জানুন বেশি। প্রকাশ করুন কম। নিজের দূর্বলতা গুলো প্রকাশ না করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করুন।
নিজের জন্য বাঁচুন। সেই সকল মানুষের জন্য প্রতিটা দিন নিজেকে গড়ুন যারা আপনাকে ভালো বাসে। নমনীয় হোন।