কিভাবে পাঁকা আম দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ?
বাগান থেকে পেড়ে আনা পোক্ত কাঁচা আম ধীরে ধীরে পাকানোর উপায় কি? কিভাবে পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ?
Add Comment
আমগুলো একটি কাগজের শপিং ব্যাগে ভরে নিন। আমগুলো খবরের কাগজ দিয়েও মুড়ে নিতে পারেন। দশটি আমের জন্য ব্যাগের ভেতর একটি আপেল অথবা একটি কলা বা একটি টমেটো রেখে দিন। কাগজের ব্যাগের মুখটি ভালোকরে বেঁধে দিতে হবে।