পিসি বা ল্যাপটপে উইন্ডোজ ৭ বা ৮ CD/DVD থেকে সেটআপ দেয়া গেলেও নেটবুকে তা সম্ভব না। এজন্য প্রয়োজন হয় USB Flash Drive এর। এছাড়াও অনেক সময় USB Flash Drive থেকে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই লেখায় জানাচ্ছি কিভাবে USB Flash Drive কে Bootable করবেন। খুবই সহজ এই পদ্ধতিটি নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করলেই শিখে নিতে পারবেন। এই জন্য প্রয়োজন হবে কমপক্ষে ৪ গিগাবাইটের একটি পেন-ড্রাইভ বা USB Flash Drive।
- প্রথমে ডাউনলোড করে নিন মাইক্রোসফট নির্মিত এই ফ্রি টুলটি। এছাড়াও আপনার প্রয়োজন হবে উইন্ডোজের ISO ফাইল।
- ডাউনলোড করা টুলটি ওপেন করুন।
- Browse এ ক্লিক করে আপনার হার্ডডিস্কে থাকা ISO ফাইলটি নির্বাচন করুন।
- নেক্সট চাপুন
- USB device এ ক্লিক করুন
- আপনার USB Flash Drive টি নির্বাচন করে Begin Copying এ ক্লিক করুন
- USB Device টি সম্পূর্ণ খালি এটা নিশ্চিত করতে Erase USB Device এ ক্লিক করুন, কারণ অন্য কোন ফাইল থাকলে আপনার উইন্ডোজটি সঠিকভাবে ইন্সটল নাও হতে পারে।
- ফাইল ধীরে ধীরে কপি হতে থাকবে। অপেক্ষা করুন, কপি সম্পূর্ণ হলে X বাটনে ক্লিক করুন।
আপনার USB Device এখন Bootable হয়ে গেছে। এটি দিয়ে যে কোন নোটবুক, নেটবুক, ডেস্কটপে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন।