কিভাবে প্রতিদিন চিন্তা শক্তি বিকাশের চর্চা করা যায়?
কিভাবে প্রতিদিন চিন্তা শক্তি বিকাশের চর্চা করা যায়?
Add Comment
১. দাবা খেলা ১৫ মিনিট।
২. ৩০ মিনিট দীর্ঘ নিশ্বাস ব্যায়াম।
৩. বই পড়া।
৪. ভালো মুভি দেখা ( থ্রিলার/ইতিহাস জাতীয় )।
৫. চিন্তা করুন বেশি তাহলে চিন্তার জন্য নিয়োজিত কোষগুলোর সংখ্যা ও কার্যক্ষমতা বাড়বে।
৬. চুপচাপ থাকুন।
৭. গণিত করার সময় বিকল্প পদ্ধতি আবিষ্কার করুন।
৮. অযথা সোশিয়্যাল মিডিয়ায় নিজেকে সঠিক প্রমাণ করতে বাধছাড়া গাধার মতো বকবক করবেন না। (বিশেষ করে কর্মহীন তরুণরা)
