কিভাবে প্রেমের প্রস্তাব দিতে হয়?
আসলে প্রেম প্রস্তাব দেয়ার মুখস্ত কোন নিয়ম বা উপায় নেই।একেকজন তার নিজের পছন্দের বহিঃপ্রকাশ একেকভাবে ঘটান।একেকজনের বন্ধু নির্বাচন পদ্ধতি, সম্পর্ক স্থাপনের পদ্ধতি,চোখাচখির পদ্ধতি,কথা বলার পদ্ধতি,ম্যানেজ করার পদ্ধতি,অন্যকে কনভিন্স করার পদ্ধতি একেক রকম।আবার অনেকে আছেন তাদেরকে তথাকথিত প্রথাগত পদ্ধতিতে প্রেম নিবেদন করলে কিংবা তাদেরকে সে পুরনো পদ্ধতিতে ভালোবাসতে গেলে তারা মাইন্ড করেন।কাজেই প্রেম নিবেদনের সার্বজনীন এবং কোন ধরনের মানানসই পদ্ধতি আছে বলে মনে হয় না।
আসলে প্রেম প্রস্তাব দেয়ার উপায় শিখে কোন লাভ নেই। প্রেম অটোমেটিকালি হয়ে যায়।এটি একটি অটোমেটিক্যাল প্রসেস।বাস্তবতা হচ্ছে কে কাকে পছন্দ করবে এটা কিন্তু চোখাচোখির মাধ্যমেই নির্ধারিত হয়ে যায়,কথাবার্তা হয়ে যায়।ভালোবাসা এবং প্রেম জানান দেয়ার কিছু নেই।প্রস্তাব দিয়ে প্রেমকে চুক্তিবদ্ধ করার কিছু নেই।কাউকে ভালো লাগলে কিংবা পছন্দ হলে সরাসরি গিয়ে কথা বলতে পারেন।তাকে ভালো লাগার কথা,পছন্দ হওয়ার কথা খোলামেলাভাবে আলোচনা করতে পারেন।ছ্যাঁচরামি এবং লুলামি করার কিছু নেই।
তাই কাউকে প্রেম নিবেদনেরও কোন প্রয়োজন নেই।বরং মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করুন;তাদের মনের গভীরে প্রবেশ করুন!মানুষের সাথে কথা বলুন,আড্ডা দিন,ঘুরতে যান।