কিভাবে বউকে খুশি রাখবো?
যে যার নিজের বউকে খুশি করতে হয় সে নিজেই ভালো জানে । তবু কিছু ধারণা শেয়ার করলাম
১) বউ কে বলুন তার কি জিনিসটা সুন্দর লাগে। যেটা খারাপ লাগে সেটা বলার দরকার নেই।
২) বেশি বেশি খোঁজ নিই,
৩) গল্পঃ করুন
৪) আনন্দ এবং দুঃখ ভাগ করে নিন
৫) আপনার সংসার তাকে ছাড়া অচল , এটা বুঝিয়ে দিন
৬) সবার থেকে আপনি তাকে বেশি ভালো বাসেন, সবার থেকে বেশি কেয়ার করেন এটা বুঝান
৭) তার পছন্দের মর্যাদা দিন, যদি না সেটা পছন্দ হয় আপনার সেটাকে বুদ্ধি করে এড়িয়ে যান যেনো না বুঝতে পারে ।
৮) দিন এ বেশ কয়েক বার চুম দিন
৯) কপালে চুম দিন দিন একবার
১০ ) জড়িয়ে ধরুন দিন এ কয়েক বার
১১) জড়িয়ে ঘুমান
১২) রেগুলার যৌণ সম্পর্ক করুন
১৩) দুঃখ দেবেন না
১৪) রাস্তায় ঘাটে, বা তার বান্ধবীরা সুন্দর হলেও আপনি তাদের খুঁত ধরে খারাপ বলুন, আর বোঝান তাদের থেকে নিজের বউ কতো গুণী