কিভাবে বিশাল মনের অধিকারী হওয়া সম্ভব?
কিভাবে বিশাল মনের অধিকারী হওয়া সম্ভব?
আমি আর বেশী কিছু বলছি না, কারণ যা বলার বলে দিয়েছেন।
তবুও আজকের দিনে মানুষ যে যে কারণের জন্য বেশি খারাপ পথে চলেছেন। সেগুলো না বললেই নয়।
(১)যেমন, অতিরিক্ত টাকার নেশায় মানুষ আজ মেতে উঠেছে। টাকার জন্য সবচেয়ে জঘণ্যতম কাজ করে যাচ্ছে।
(২) নারী পুরুষের ভালোবাসা আজ শুধু মাত্র sex এ পরিণত হয়েছে। Sex ছাড়া নাকি ভালবাসা সম্ভব নয়। যেখানে sex নেই, সেখানে ভালবাসা মূল্যহীন,,,,,,,,,,,
(৩) মানুষ নেশায় দিনের পর দিন আসক্তি হয়ে পড়ছে। ফলে সংসারে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
এই তিন টি বিষয় থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন।
যেহেতু বিষয় টি মন” নিয়ে জানতে চাওয়া হয়েছে, তাই বলব ভালো কিছু করার, ভালো কিছু দেখার, ভালো কিছু বলার, কিছু শোনার,,,,,,,,,,,,,,, অভ্যাস তৈরি করুন। ক্ষমা করতে শিখুন, প্রতিশোধ নয়, পরিবর্তন করতে চেষ্টা করুন। সবচেয়ে আগে একটি সুন্দর মনের মানুষ হওয়ার কথা চিন্তা ভাবনা করুন। দেখবেন আস্তে আস্তে আপনার মনে পরিবর্তন হতে শুরু করেছে।