কিভাবে বুঝবেন, আপনি প্রেমে পরেছেন?
১।হঠাৎ নতুন কিছু করা শুরু করেছেন?
২।সব সময় চিন্তামগ্ন থাকেন?
৩।মনের কথা একজনকেই বলতে ইচ্ছা হয়?
৪।হঠাৎ আনন্দের অনুভূতি অনুভব করছেন?
৫।কাউকে সাহায্য করে আনন্দ অনুভব করছেন?
৬।কাউকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন?
সব সময় একজনের কথা ভাবেন, একজনের জন্য আপনার মনে কারণে-অকারণে খারাপ লাগতে থাকে, কোনো একজনের চোখে সেরা হয়ে ওঠার ইচ্ছা জাগতে শুরু করলে, কোনো একজন যা বলছে তাতেই আপনার ভালো লাগতে থাকলে, কোনো একজনের সঙ্গে সব সময় হাসিখুশি থাকেন, কারও সঙ্গে দেখা করার আগে অনেক প্রস্তুতি নিতে শুরু করেন, কোনো একজন মানুষের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি আছেন বলে মনে হয়, কোনো একজনের ছোট কোনো কাজে সহজেই মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝবেন সেই ব্যক্তির প্রেমে পড়েছেন আপনি। তাই দেরি না করে, কোনো ধরনের চিন্তা না করেই নিজের মনের কথা বলে ফেলুন আপনার এই বিশেষ মানুষকে।