কিভাবে বুঝবেন আপনি ম্যাচিউরিটি (পরিপক্ক) কিনা?

    Doctor Asked on September 20, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • আপনি যুক্তিসংগত প্রশ্ন করেন
      • সমালোচনা সহ্য করতে পারেন এবং কাজের মাধ্যমে তার জবাব দিতে পারেন
      • আপনি অন্যকে শারীরিক গঠন কিংবা এগুলো দিয়ে না মেপে তাকে মানুষ হিসেবে সমানভাবে মূল্যায়ন করেন
      • কে আপনার ক্লোজ আর কে অত বেশি ক্লোজ না, তা বুঝতে পারেন
      • আপনি খুব হতাশার মাঝে দিন কাটালেও আশপাশের কাউকে সেটা বুঝানোর চেষ্টা করেন না
      • নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করেন না
      • গায়ে পড়ে কাউকে উপদেশ দেন না
      • কারো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন না (যেমনঃ বেতন কত, বিয়ে করো না কেন, স্মোক করো কেন) এবং ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামান না
      • কাউকে কোনো কাজ করতে (তার মঙ্গলের জন্য হোক কিংবাআপনার মঙ্গলের জন্যই হোক) অতিরিক্ত ইনসিস্ট করেন না
      • শত্রুরু সাথে সরাসরি কোনো কোন্দল এ আপনি জড়ান না বরং তাদের সাথে মিষ্টভাষীর আচরণ করেন
      • যেকোনো কথা বলার আগে cause and effect চিন্তা করে নেন
      • দুনিয়াকে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করেন
      • স্বল্পভাষী হলেও আপনি কখনোই অতিরিক্ত ইন্ট্রোভার্ট কিংবা অতিরিক্ত এক্সট্রোভার্ট না।
      • বেহুদা টাকা খরচ করেন না
      • আপনি কোরাতে ভালো সকল লেখায় আপভোট দেন
      Professor Answered on September 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.