কিভাবে বুঝবেন যে উচ্চ রক্তচাপ হয়েছে কি না?
কিভাবে বুঝবেন যে উচ্চ রক্তচাপ হয়েছে কি না?
Add Comment
উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধরিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন বলে। হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃদপিন্ডের থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনি গাত্রে কোনো ব্যাক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সব সময় ১৬০ মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক সব সময় ৯৫ মিলিমিটার বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বুঝতে হবে।