কিভাবে বুঝব একটি মেয়ে আমার প্রেমে পড়েছে?
কিভাবে বুঝব একটি মেয়ে আমার প্রেমে পড়েছে?
Add Comment
বিশেষ কোনো উপায় নেই বোঝার। মেয়েরা এমন এক প্রাণী দেখবে যে, আপনার প্রচুর কেয়ার করে, যেই তাকে প্রেমের কথা বলবেন অমনি লাফিয়ে লাফিয়ে বলবে, তোমাকে আমি যাষ্ট ফ্রেন্ড ভাবছিলাম ভেতরে ভতরে এতো। পরে দেখবেন আপনাদের বন্ধুত্বটাই গোলায়।
তবে, একটা উপায় আছে সেটা হলো, আপনার থেকে দূরে দূরে থাকবে কথায় ভুল হলে সেটা নিয়ে বান্ধবীদের সাথে মাতবে। খুব প্রয়োজন ছাড়া আপনার সামনে পড়বে না। এই ধরণের কিছু লক্ষণ থেকে হয়তো বুঝতে পারবেন যে, ওই মেয়ে আপনার প্রেমে পড়েছে।
আর একটা কথা, ছেলেরা মেয়েদের প্রেমে পড়লে তা বুঝতে মেয়েদের সময় লাগে না। কিন্তু ছেলেরা তা বুঝতেই পারে না।