কিভাবে ব্যবসায়িক দক্ষতা বাড়াবো?
কিভাবে ব্যবসায়িক দক্ষতা বাড়াবো?
সবার প্রথম অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য, আমাদের ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রধান সমস্যা হচ্ছে আমরা ব্যবসা শুরু করতে পারি, কিন্তু ব্যাবসা বড় করতে পারি না, তার প্রধান কারণ হচ্ছে ব্যবসা সংক্রান্ত আমাদের কোনো ভালো স্কিল নেই।
খেয়াল করে দেখবেন ইউরোপ-আমেরিকার চা, কফি, বিস্কিট, বার্গার এমনকি কোলড্রিংস সহ অসংখ্য পণ্য আছে যা পুরো পৃথিবীর অলি-গলিতে বিক্রি হচ্ছে আমরা আমাদের দেশেই ঠিকমতো বিক্রি করতে পারি না, ইউরোপ আমেরিকাতে কিভাবে বিক্রি করব?
যখন বিজনেস স্কিলের ব্যাপার গুলো চলে আসে তখন সবাই বলে থাকে যে ব্যবসা করার জন্য কি আবার শিখতে হয় নাকি কোনো কিছু?
সনাতনী মনস্থির কারণে আজকে আমাদের আশ-পাশের দোকানগুলো বড় হচ্ছে না, ১০ লাখ টাকার ব্যবসাকে আগামী পাঁচ বছরে দু কোটি টাকায় নিয়ে আসতে পারছে না।
এরকম আরও হাজার খানেক সমস্যা রয়েছে যার মূল কারন হচ্ছে সঠিক এবং উপযুক্ত ব্যবসায়িক দক্ষতা না থাকার কারনে।
ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর কিছু উপায়:
▶️ ব্যাবসায়িক দক্ষতা বাড়ানোর জন্য সবার প্রথম আপনাকে আগ্রহী হতে হবে।
▶️ ব্যাবসার মৌলিক বিষয় গুলো শিখতে হবে যাতে আপনি যেকোন ইন্ডাস্ট্রি এবং যেকোন ব্যবসা সম্পর্কে বুঝতে পারেন।
▶️ ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত কোর্স করতে হবে এবং অবশ্যই কর্ম ভিত্তিক কোর্স করতে হবে, যেখান থেকে কিছু শিখে ব্যাবহার করতে পারেন।
▶️ ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করতে হবে।
▶️ নির্দিষ্ট কমিউনিটি’র মধ্যে নেটওয়ার্ক বজায় রাখতে হবে এবং সেখানেও অংশগ্রহণ করতে হবে।
▶️ ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত কনটেন্ট বেশি করে গ্রহণ করতে হবে এবং সেগুলোকে নোটিফাই করে রাখতে হবে যেমনঃ ইউটিউব, বিভিন্ন ধরনের ব্লগ ইত্যাদি।
একটি চিরন্তন সত্য কথা সবসময় মনে রাখতে হবে যদি আপনি আপনার ব্যবসাকে দ্বিগুণ বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তিনগুণ লার্নিং করতে হবে
ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত একটি ডিজিটাল কোর্স আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যেখানে একজন সাধারন মানুষ খুব সহজেই এবং বাংলা ভাষায় বুঝতে পারবেন ব্যবসা সম্পর্কে সকল বিষয়বস্তু।
গল্পের মাধ্যমে শেখানো হবে পুরো পৃথিবীর বিখ্যাত সব ব্যাবসা গুলোর কাহিনী এবং কীভাবে একটি ব্যাবসা শুরু করতে হয় এবং তা বড় করতে হয়?
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে, এই কোর্সের মাধ্যমে আপনাকে ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেয়া হবে যার মাধ্যমে আপনার মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে এবং আপনি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রচন্ড স্পষ্টতা তৈরি করতে পারবেন।
যেমন:
⏹️ আপনি যেকোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন।
⏹️ কোন বিষয়বস্তুর চাহিদা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পেতে থাকবে?
⏹️ বিনা পুঁজিতে কিভাবে শুরু করতে হয় এবং ব্যবসার জন্য কিভাবে পুঁজি সংগ্রহ করতে হয়?
⏹️ আন্তর্জাতিক মান সম্পন্ন কিভাবে একটি ধারণা খুঁজে সেটা নিয়ে ব্যাবসা করতে হয়?
⏹️ অল্প পুঁজি দিয়ে কিভাবে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাবসা শুরু করতে হয়?
⏹️ বাজারে কীভাবে একচেটিয়া রাজত্ব করতে হয়?
⏹️ কাস্টমারের আপত্তি কিভাবে দূর করতে হয়?
⏹️ কিভাবে অল্প টাকা খরচ করে কাস্টমার নিয়ে আসতে হয়?
⏹️ কিভাবে সেইসমস্ত কাস্টমার গুলোকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে হয়?
⏹️ কিভাবে সবথেকে আধুনিক এবং উন্নত টিম তৈরি করতে হয়?
⏹️ কিভাবে ভাল এবং টেকসই আর্থিক ব্যবস্থা তৈরি করতে হয়?
⏹️ কিভাবে একটি সুন্দর এবং টেকসই বিজনেস ইকোসিস্টেম তৈরি করতে হয়?
⏹️ কিভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে হয়?
⏹️ কিভাবে লিকুইডিটি শতভাগ নিশ্চিত করতে হয়?
⏹️ কিভাবে প্রফিট মার্জিন বেশি বৃদ্ধি করতে হয়?
⏹️ কিভাবে সমৃদ্ধি অর্জন করতে হয়?
⏹️ কিভাবে ব্র্যান্ডের ইকুইটি বৃদ্ধি করতে হয়, যাতে কাস্টমার এক নামে আমার ব্র্যান্ডকে চিনবে?
⏹️ ব্যবসার তারল্য গতি কিভাবে বৃদ্ধি করতে হয়?
⏹️ ব্যবসায় উৎপাদনশীলতা সবথেকে বেশি কার্যকর কিভাবে করতে হয়?
⏹️ কিভাবে টেকনোলজি সংযুক্ত করে সেটিকে বড় করতে হয়?
ইত্যাদি আরো অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।
এটি একটি শুধুমাত্র কোর্স না, পুরো একটি কমিউনিটি, মানে বিজনেস সম্প্রদায় তৈরি করা হবে যেখানে আপনারা আমাকে এবং দক্ষ আরও অসংখ্য মানুষজনদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যেকোন ধরনের প্রশ্নের জন্য।
বিস্তারিত খুব তাড়াতাড়ি আসছে তাই অনুরোধ করব আমার প্রোফাইলটি অনুসরণ করে পাশে থাকবেন এবং নিয়মিত আপডেট পেয়ে যাবেন।
আমি রাশেদুল ইসলাম কোন গল্প এবং কাহিনীতে বিশ্বাস করিনা বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।
আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন (জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে)