কিভাবে মানসিক গোলামী থেকে বের হওয়া যায়?
কিভাবে মানসিক গোলামী থেকে বের হওয়া যায়?
Add Comment
অন্য কারো সিদ্ধান্তে নিজের মনের বিরুদ্ধে কাজ করাই হচ্ছে মানসিক গোলামী।
মানসিক গোলামী থেকে বের হওয়া খুব সহজ কাজ নয় তবে চেষ্টা করলে সম্ভব। আপনার উপদেষ্টা বা বস বা কর্ম পরিবর্তন করুন। স্থান পরিবর্তনের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন হয়, তাই মনের স্বাধীনতাই মানসিক গোলামীর ঔষধ। নিজের মনকে ভাল রাখতে যাকিছু প্রয়োজন তা নিজেকেই করতে হবে। যে পথে কাঁটা বেশি সেই পথ পরিবর্তন করাই ভালো। যেখানে আপনার ইচ্ছের মূল্য নেই সেখানে না থাকাই ভালো।