কিভাবে মানুষের প্রিয়ভাজন হওয়া যায়?
কিভাবে মানুষের প্রিয়ভাজন হওয়া যায়?
Add Comment
- কুটিলতার ঊর্ধ্বে উঠে মানুষের সাথে সরলভাবে মেলামেশা করুন।
- যখন কারো সাথে কথা বলবেন তখন তাদের মনোযোগী শ্রোতা হওয়া উচিত।
- কথা বলার সময় মানুষকে গুরুত্ব দিন।
- মাঝে মাঝে মানুষকে উপহার দিয়ে চমকে দিন।
- সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারলেই আপনি অন্যের পছন্দের ব্যক্তিতে পরিণত হবেন।
- মানুষকে আন্তরিকভাবে প্রশংসা করুন।
- অন্যের সাথে কথা বলার সময় তাদের শ্রদ্ধা এবং সম্মান করুন।
- মানুষকে বেশি বেশি তার নাম ধরে সম্বোধন করুন।
- মানুষকে স্বপ্ন দেখান,অনুপ্রাণিত করুন
- দুঃসময়ের বন্ধুকে মানুষ বেশি বেশি মনে রাখে।কাজেই অন্যের দুঃসময়ের সঙ্গী হোন।
- কাউকে উপকার করার ক্ষেত্রে নিঃস্বার্থভাবেই করুন
- সর্বদা হাসিমুখে মানুষের সাথে কথা বলুন।
- চাহনি এবং আই কন্ট্রাক্ট এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
- কখনো ভুলেও কুটনামি করা যাবে না।তাহলে ধরা খেলে আপনি শেষ।
- মানুষকে ডমিনেট করার চেষ্টা করা যাবে না। কখনো কখনো ইচ্ছাকৃত ভাবে দুর্বল হয়ে যেতে হবে।