কিভাবে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবো?

    কিভাবে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবো?
    Add Comment
    1 Answer(s)
      • যখনই রাগ উঠবে তখনই চুপচাপ হয়ে যান।
      • রাগ উঠলেই মোবাইলে সাউন্ড বাড়িয়ে দিয়ে ইয়াফোন লাগিয়ে গান শুনুন।
      • রাগ উঠলেই স্থান ত্যাগ করে বাহির থেকে ঘুরে আসুন।
      • রাগের সময় অন্যকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা যাবে না।
      • অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
      • রাগের মধ্যেও পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বিনষ্ট করা যাবে না।
      • প্রিয়জনের কাছে সমস্যাগুলো শেয়ার করে নিজের খেদকে হালকা করতে হবে।
      • খেয়াল রাখতে হবে রাগের মাথায় কিছুতেই কোন কিছু ভাঙচুর করা যাবে না।
      • অপরকে উত্তেজিত হতে দেখলে নিজ থেকে চুপ হয়ে যেতে হবে।
      • যদি ধূমপায়ী হন,তাহলে রাগ উঠলেই সিগারেট জ্বালান,রাগ চলে যাবে।
      • রাগের সময় নিজের মনকে ও কন্সেন্ট্রেশনকে অন্যদিকে ডাইভার্ট করুন।
      • সব সময় এটি মনে রাখবেন যে রাগের মাথায় কিছু করলে আপনি হেরে যাবেন।
      • রাগ উঠলে নিজেকে সংবরণ করার জন্য প্রিয় মানুষকে ফোন দিতে পারেন।
      Professor Answered on January 6, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.