কিভাবে CD/DVDROM পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়?

কিভাবে CD/DVDROM পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়?

Add Comment
1 Answer(s)

    অনেক সময় দেখা যায়, আপনি আপনার কম্পিউটার চালু রেখে হয়ত কোন কাজে বাহিরে গেছেন। এসে দেখছেন এরই মধ্যে আপনার রুমমেট আপনার কম্পিউটারে CD দিয়ে ছবি দেখা শুরু করল। আপনার একটা জরুরী কাজ ছিল কম্পিউটারে কিন্তু রুমমেট কে কিছু বলতে পারছেন না। শুধু মনে মনে খুব বিরক্তি বোধ করছেন। আপনি চাইছেন কেউ যেন আপনার কম্পিউটারের CDROM বা DVDROM অপনার অনুমতি ছাড়া ব‌্যবহার করতে না পারে। এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? যদি চাঁদে যাওয়া সম্ভব হয়, তবে এটা আর এমন কি? । একদম পাসওয়ার্ড মেরে লক করে রেখে যান আপনার কম্পিউটারের CDROM বা DVDROM।

    এজন্য আপনাকে একটা সফটওয়্যার ডা‌উনলোড করতে হবে। সফটওয়্যারটি ১০০% ফ্রি। ডা‌উনলোড করুন নিচের লিংক থেকে।
    https://feniradda.com/office/cdrom-lock-0-6-1-free-download
    ডা‌উনলোড শেষে এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। চালু করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা সিডি আইকন। আইকনটিতে ক্লিক করুন। Bearbeiten -> Optionen -> Sprache তে গিয়ে English সিলেক্ট করে Apply দিন। Edit -> Preferences এ Password protection এ টিক চিহ্ন দিন। পাসওয়ার্ড লিখে থেকে OK -> Apply ক্লিক করুন। all CD/DVD drives টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন(Lock সিলেক্ট থাকতে হবে)। এখন দেখুন তো আপনার CD/DVD ওপেন হয় কিনা? আর আনলক করতে চাইলে unlock সিলেক্ট করে OK দিন। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে OK দিন আনলক হয়ে যাবে।

    Professor Answered on March 11, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.