কিরকম ভাবে একটা মেয়েকে হাসানো যায়?
কিরকম ভাবে একটা মেয়েকে হাসানো যায়?
Add Comment
- তাকে বলুন সে সুন্দর। কখনও হট অথবা সেক্সি বলবেন না যদিও সে হয়ে থাকে।
- তার হাত ধরুন এই ভাবান যে তাকে আপনি ভালোবাসেন। কখনও বুঝতে দিবেন না আপনি তাকে অন্য চোখে দেখছেন।
- প্রতি দিন সকালে তাকে সুন্দর কবিতার লাইন আথবা ঘুম থেকে তুলে দেবার ভয়েস মেসেজ দিতে পারেন। তাতে বুঝতে পাবে আপনি তার প্রতি খুব টেক কেয়ারিং।
- তার কথাকে স্বাগত জানান তাকে জিততে দিন।
- কখনও তার পুর্বের ছেলে বন্ধুকে নিয়ে কথা শোনাবেন না এতে তার মনে ঝড় বইতে পারে।
- তার সাথে অন্তরঅঙ্গ সময় কাটানোর সময় কখনও অন্য মেয়ে নিয়ে কথা বলবেন না।
- তার চুল নিয়ে কোন ভালো কথা বলতে পারেন।
- তাকে হাসেতে চেষ্টা করুন কারন আপনি তার হাসি দেখতে পছন্দ করেন।
- প্রত্যেক মেয়ে কম বেশী নতুন কাপড়, গহনা এবং ঘুরতে যেতে পছন্দ করে। সেগুলো বিবেচনায় নিয়ে সুযোগ বুঝে প্রশংসা করুন।
- তাকে নিয়ে বৃষ্টিতে ভিজুন ছাতা ছাড়া।
- তার জন্ম দিন মনে রাখবেন, তাকে বোঝাতে পারেন আপনি তার কন্ঠ শুনতে ভালবাসেন।
- তাকে যে আপনি কেয়ার করেন এটা কখনও বলবেন না শুধু দেখিয়ে যাবেন। এই কাজ গুলা করলে আসা করি কোন মেয়েকে পেতে আপনার সমস্যা হবে না যদি সে আপনার ভাগ্যে থাকে ।