‘কি’ আর ‘কী’ এর মধ্যে পার্থক্য কি?
‘কি’ আর ‘কী’ এর মধ্যে পার্থক্য কি?
আপনি ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের অনেকেরই ব্যাকরণগত কিছু ভুল হয়ে থাকে। সাধারণ দৃষ্টিকোণ থেকে ‘কি’ এবং ‘কী’ এর অর্থ বা ব্যবহার একই মনে হলেও এর ব্যাকরণগত সূক্ষ পার্থক্য বিদ্যমান রয়েছে। মূলত সংক্ষিপ্ত অর্থে ‘কি’ এবং ব্যাপক অর্থে ‘কী’ ব্যবহার করা হয়ে থাকে।
যখন কোন কিছুর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেয়া যায়, তখন ‘কি’ হয়। যেমন আপনি কি ভাত খেয়েছেন? উত্তর হবে হ্যাঁ বা না। আর কোন কিছুর উত্তরে যখন হ্যাঁ বা না বলা যায় না, তখন ‘কী’ হয়। যেমন, আপনি কী দিয়ে ভাত খেয়েছেন? উত্তর হবে ডাল, তরকারী ইত্যাদি।
যেমন আপনার প্রশ্নের বাক্যটির কথাই ধরা যাক। এখানে আপনি নিজেই এই সূক্ষ ভুলটি করেছেন। আপনি জানতে চেয়েছেন ‘’কি’ আর ‘কী’ এর মধ্যে পার্থক্য কি?’। যেহেতু আপনি বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন আর তা যেহেতু হ্যাঁ বা না বলে দেয়া যায় না সেহেতু আপনার প্রশ্নটি হওয়া উচিত ছিল ‘’কি’ আর ‘কী’ এর মধ্যে পার্থক্য কী?