কি কারনে বাদী পক্ষের মামলায় সন্দেহের সৃষ্টি হয়?
কি কারনে বাদী পক্ষের মামলায় সন্দেহের সৃষ্টি হয়?
মামলার ঘটনা বা পারিপার্শিক অবস্থা যদি কোন সন্দেহের সৃষ্টি করে তাহলে আসামী সেই সন্দেহের সুবিধা পাওয়ার অধিকারী। তাই যে সব কারণে মামলার ঘটনা সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়, তার কতিপয় কারন এখানে উল্লেখ করা হল।
১) আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ সাক্ষীর দ্বারা সমর্থিত না হলে সন্দেহের সৃষ্টি করে।
২) এজাহারের বিবরণ গুরুত্তপুর্ন সাক্ষী দ্বারা যদি সমর্থিত না হয়।
৩) আসামীর নিকট থেকে উদ্ধারের আলামত জব্দ তালিকার সাক্ষী দ্বারা প্রমাণিত না হলে।
৪) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জব্দ তালিকার সাক্ষী না করলে।(ফৌজদারী কার্যবিধি-১০৩ ধারা)
৫) এজাহারের বিবরণ সমর্থন করে সাক্ষী জবানবন্দী প্রদান না করলে।
৬) জেরার উত্তর এজাহারের বিবরণ ও সাক্ষীর জবানবন্দী সমর্থন না করলে।
৭) আসামীর দাখিলীয় কাগজ পত্র বাদীর অভিযোগকে মিথ্যা প্রমান করলে।
উপরে উল্লেখিত কারণের কোন একটি যদি বাদী পক্ষের মালায় পাওয়া যায় তাহলে মামলা নিয়ে সন্দেহের সৃষ্টি হবে। আর এইরুপ সন্দেহের সুবিধা আসামীপক্ষ পাবার অধিকারী হয়, যার কারণে আসামী মামলা থেকে রেহাই বা অব্যাহতি অথবা খালাস পেতে পারে।