কি কারনে মঙ্গলগ্রহ মানুষের বাসযোগ্য নয়?

    কি কারনে মঙ্গলগ্রহ মানুষের বাসযোগ্য নয়?

    Default Asked on May 21, 2019 in সৌরজগৎ.
    Add Comment
    1 Answer(s)

      যেসব কারণে মঙ্গলগ্রহ মানুষের বাসযোগ্য নয়:

      ১. মঙ্গলের একটা পাতলা বায়ুমন্ডল আছে,

      যা প্রায় সবটাই কার্বন ডাই অক্সাইডে ভর্তি।

      ২. মঙ্গলের আবহাওয়াতে আর্দ্রভাবের একটু

      রেশ আছে, যা এক ইঞ্চির (১/১০০০) অংশের

      চেয়ে কম পুরু জলের ফিল্মের সমতুল্য।

      এই সামান্য পরিমাণ জল জীবনের উৎপত্তির

      জন্য যথেষ্ট নয়।

      ৩. যদিও পৃথিবীর সঙ্গে প্রচুর মিল; তবুও এই

      গ্রহ এখনও যথেষ্ট উত্তপ্ত। এতে Olympus Mons

      নামে বিশাল এক আগ্নেয়গিরিসহ আরো

      বারোটি আগ্নেয়গিরি আবিষ্কার করা হয়েছে।

      পৃথিবীতেও আগ্নেয়গিরি আছে! কিন্তু

      অলিম্পাস মনসের মতো বিশাল ও ভয়ঙ্কর নেই।

      এই আগ্নেয়গিরির চূড়ার গহহবরটির ব্যাস প্রায়

      ৪০ মাইল। সমস্ত পাহাড়টার পাদদেশ ৩০০

      মাইল চওড়া আর সেটা মেঝে থেকে প্রায়

      ৭০,০০০ ফুট উপরে উঠে গেছে ।

      Professor Answered on May 21, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.