১. মুখ ভরে বমি করলে।
২. দাঁতের ভিতর থেকে ছোলা পরিমাণ কিছু বের করে গিলে ফেললে।
৩. সঙ্গম করলে।
৪. পায়খানার রাস্তায় পিকচারী দিলে।
৫. অখাদ্য খেলে যেমন কাকর, মাটি, কাঠের টুকরা ইত্যাদি।
৬. সুবহে সাদেকের পর সেহরী খেলে।
৭. কুলি করার সময় গলার ভিতর পানি প্রবেশ করালে।
৮. ইনজেকশন নিলে।
৯. ভুলবশত খাদ্য গ্রহণ করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার পানাহার করলে।
১০. নস্যি অথবা গূল ব্যবহার করলে।