কম্পিউটার কীবোর্ডের সাথে অনুক্রমিক বা সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে যোগাযোগ করে সাধারণত পাঁচ বা ছয় পিনের DIN সংযোজন ব্যবহার করা হয়। এই সংযোজকের মাধ্যমে আট বিট প্রস্থের ডেটা ও সমাপ্তি সূচিতকারী একটি বিশেষ বিট সংযোজন করা হয়। কীবোর্ডের কার্যক্রম পরিচালনা করার জন্য যেমন কীবোর্ডের অভ্যন্তরে মাইক্রোপ্রসেসর থাকে, তেমনি কম্পিউটারের অভ্যন্তরে কীবোর্ড সংক্রান্ত কার্যক্রমের তত্ত্বাবধানের জন্য “কীবোর্ড কন্ট্রোলার” চিপ থাকে। কীবোর্ডে কোন একটি কী চাপ দেবার মুহূর্তের মাঝেই সংশ্লিষ্ট কী চাপ দেওয়ার সময় থেকে মনিটরের পর্দায় অক্ষরটি না দেখা পর্যন্ত কি ঘটে তার প্রতি পর্যায়ক্রমিক বর্ণনা নিচে দেয়া হলো।