কীভাবে অল্প সময়ের মধ্যে বিজ্ঞান বিভাগের সিলেবাস শেষ করতে পারব?
কীভাবে অল্প সময়ের মধ্যে বিজ্ঞান বিভাগের সিলেবাস শেষ করতে পারব?
মানুষের জীবনে ‘অসম্ভব’ বলতে কোনো শব্দ নেই। শুধু প্রয়োজন একটু ইচ্ছাশক্তির আর নিয়মানুবর্তিতার। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোকে আসলে প্রতিদিন চর্চার মধ্যে রাখতে হয়, তবুও আপনি চাইলে এই কয়েক মাসে তা আয়ত্বে আনতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার পড়াশোনার একটা রুটিন তৈরি করে ফেলুন। রুটিনে ঘুম ও অন্যান্য আনুষঙ্গিক কাজের সময়ের পরিমাণ অনেক কম থাকবে। তবে হ্যাঁ, পড়াশোনা করার জন্য প্রয়োজন সুস্থ শরীরের। তাই শরীর সুস্থ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত খাওয়া দাওয়া ও ঘুম একেবারেই বাদ দিবেন না। রুটিনে প্রতিটি কাজ ও বিষয়ের আলাদা আলাদা ভাগ করে নিন। কোনো বিষয়ে না বুঝলে ক্লাস টিচারের কাছে গিয়ে বুঝে নিন। এর জন্য আলাদা প্রাইভেটেরও প্রয়োজন নেই। ক্লাস টিচারের কাছে গিয়ে বিনয়ের সাথে শিখতে চাইলে তিনি নিশ্চয়ই ‘না’ করবেন না। বরং আগ্রহ সহকারেই বিষয়টি বুঝিয়ে দিবেন। প্রয়োজনে আপনার অন্যান্য সহপাঠীদেরও সহায়তা নিন। দুশ্চিন্তামুক্ত থেকে এভাবে পড়াশোনা শুরু করে দিন, দেখবেন কয়েক মাসের মাঝেই আপনি অনেকটাই এগিয়ে গিয়েছেন।