কীভাবে আমাদের পাড়ায় বিদ্যুৎ পাবো?
আমি রাজশাহী জেলার পুঠীয়া থানার আওতায় বাস করি। আমাদের এখান বিদ্যুৎ সরবারহ করা হয় নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি থেকে। সমস্যা হচ্ছে আমাদের পাড়ায় বাদে গ্রামের সব জায়গাতেই বিদ্যুৎ আছে। আমাদের পাড়ায় বিদ্যুৎ পাবার জন্য আমরা কি করতে পারি? অনলাইনে কি আবেদন করা যায়?
Add Comment
বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য বর্তমানে অনলাইনেই আবেদন করা যাবে। আর আবেদনের এক মাসের মধ্যেই সংযোগ মিলবে।
আপনি এর জন্য নিচের লিঙ্কটি ব্রাউজ করতে পারেন।
https://www.rajshahipbs.org/connection_rules.php?page_name=connection_rules
আপনি চাইলে এখান থেকে অনলাইন আবেদন পত্র ব্যবহার করে আবেদন করতে পারেন। তাছাড়া রাজশাহী পল্লী বিদ্যুতের যাবতীয় তথ্য পেতে পারেন এই লিঙ্কটিতে। ধন্যবাদ।