কীভাবে আমি অর্থ উপার্জন করব?
কীভাবে আমি অর্থ উপার্জন করব?
এই পৃথিবীতে আপনি মূলত চার ভাবে টাকা ইনকাম করতে পারবেন এই চারটা হচ্ছে মূল প্রিন্সিপাল।
- Being Employed – কারও অধীনে চাকরি করা (ফুল-টাইম জব, পার্ট-টাইম জব, কন্ট্রাকচুয়াল জব, সিজনাল জব ইত্যাদি)
- Being Self Employed – নিজে নিজেই স্বনির্ভর হওয়া (ফ্রীল্যানসিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকান দিয়ে পণ্য বিক্রি করা, ডাইরেক্ট সেলিং ইত্যাদি)
- Being Business – পণ্য এবং সেবা কে বিক্রি করা (প্রাতিষ্ঠানিক ভাবে পণ্য ও সেবা কে বিক্রি করা)
- Being Investment – অন্যের ব্যবসায় বিনিয়োগ করা (স্টক, বন্ড, ফিক্সড ডিপোজিট, কমোডিটি, রিয়েল এস্টেট, ফান্ডস ইত্যাদি)
উপরের তালিকা থেকে এক এবং দুই নাম্বারে পৃথিবীর ৮০% লোক তাদের জীবিকা নির্বাহ করছে আর বাকি ২০% লোক 3 এবং 4 নাম্বারে তাদের জীবিকা নির্বাহ করছে।
আর এই 3 এবং 4 নাম্বারের হাতেই পৃথিবীর ৮০% সম্পদ।
আপনার শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষা আপনাকে 1 এবং 2 নাম্বার শ্রেণীতে রাখবে স্কুল-কলেজের শিক্ষা’র বাহিরে এমন কিছু স্কিল আছে যা আপনাকে 3 এবং 4 নাম্বারে খুব তাড়াতাড়ি পৌঁছে দিবে।
এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন আসলে আপনি কিভাবে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আর সে এভাবেই আপনি নিজেকে প্রস্তুত করেন সময়ের সাথে সাথে।
ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য।
আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর
অবশ্যই Upvote 👍 করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি 🙏