|
কীভাবে আমি ব্যক্তিত্ববান হতে পারি?
কীভাবে আমি ব্যক্তিত্ববান হতে পারি?
Add Comment
ব্যক্তিত্ব বাড়ানো বা কমানোর কোনো বিষয় না। আপনি যা, সেটাই আপনি, সেটাই আপনার ব্যক্তিত্ব। সামাজিক হওয়া খুব ভালো বিষয় কিন্তু নিজের সব কথা সবার কাছে উজাড় করে দেয়া বুদ্ধিমানের কাজ না। সবার সাথে মিশুন, আড্ডা দিন, পরিচিত হোন, সমস্যা নেই কিন্তু সেই সামাজিকতা যেন নির্দিষ্ট সীমারেখার মধ্যে হয়। যেমন আপনার বড় ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক আকার আপনার সমসাময়িক বন্ধুর সাথে হবে না, আবার ছোট ভাইয়ের সাথে সম্পর্কও হবে অন্যরকম। আপনি আপনার বন্ধুর সাথে যেভাবে মিশবেন আপনার ছোট ভাইয়ের সাথেও সেভাবে মিশতে গেলে কিন্তু খেলো হয়ে যাবেন, বড় ভাইয়ের সম্মানটুকু পাবেন না।আবার সহকর্মীদের সাথে মেশার রকম হবে অন্যমাত্রার। সবার সাথে যদি একইভাবে মেশেন তাহলে এমনটা শুনতেই হবে যে আপনার ব্যক্তিত্ব নেই। সুতরাং মাত্রা আর সীমারেখা মেনে, কোথাও কড়া কোথাও নরম, কোথাও হাসিখুশি হয়ে চলতে হবে আপনাকে। আপনার অধীনস্ত রা যেন আপনাকে শ্রদ্ধা করে, বড় রা স্নেহ, বন্ধুরা ভালোবাসে। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
অথই নীলিমা
প্রভাষক
পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়