কীভাবে একজন জীবনের মুহূর্তগুলো উপভোগ করতে পারে?
কীভাবে একজন জীবনের মুহূর্তগুলো উপভোগ করতে পারে?
এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,
লজিক১ঃ আপনি যৌবনের শুরুতেই যদি বিবাহ করেন তাহলে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবেন। একাকিত্ব কাকে বলে কখনই বুঝতে পারবেন না এবং যৌবনের উপযুক্ত ব্যবহার হবে।
.
লজিক২ঃ ধরুন আপনি ২১ বছরে বিয়ে করলেন। ২২ বছর বয়সে আপনার ছেলে সন্তান হলো। আপনার যখন ৪০ বছর বয়স সে তখন ১৮। আপনি দুই এক বছরের মাঝেই আপনার কাজের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের দায়িত্ব কমাতে পারবেন ৪০ এর পরেই।
যৌবনেও জীবন উপভোগ করলেন, ৪০ এর পরে বাকি জীবনটাও উপভোগ করলেন। অপরদিকে বিয়েই যদি ৩০ এর পরে হয়। তাহলে সন্তানের ২০ বছর হলে আপনার বয়স হবে ৫০-৫৫।
কোনটাতে লাভ বেশি তা বুদ্ধিমানরা বুঝে ফেলেছেন। আর পাত্রী খোঁজা নিয়ে চিন্তার কিছু নেই, অর্ধেকদ্বীনে বায়োডাটা জমা দিলেই প্রস্তাব আসবে ইন শা আল্লাহ।
তবে, ছাত্রাবস্থায় বিয়ে করলে স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার মতো যথাপোযুক্ত মন মানষিকতা থাকতে হবে, ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মুমিনের জীবন তো অলস হবে না এটাই স্বাভাবিক।
.
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রজীবনে বিয়ে করার জন্য যথেষ্ট পরিমাণ সাহস লাগবে। আর পরিবারকেও বুঝানোর মত ক্ষমতা লাগবে। তাই লজ্জা করলে সম্ভব না। এই ধরণের লজ্জা আসলে শয়তানের ওয়াসওয়াসা। আপনি চিন্তা করে দেখুন, হারাম রিলেশন করতে আপনার লজ্জা লাগে না অথচ হালালভাবে বিয়ে করতে কেন আপনার লজ্জা লাগবে?! এমন অহেতুক লজ্জা-ভয় দূর করতে আল্লাহর কাছে বেশি বেশি দো’আ ও ইস্তেগফার করে যান।