কীভাবে একজন ভালো প্রোগ্রামার হবো?
প্রোগ্রামিং বিষয়টা অনুশীলনের উপর নির্ভর করে।
১. প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শিখুন (যেকোন)
২. এরপর ডাটা স্ট্রাকচার আর এলগোরিদম শিখুন
৩. আগের ৩ টা টপিক শেখা হয়ে গেলে – বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার প্লাটফর্মে গিয়ে বিভিন্ন রকম প্রব্লেম সল্ভ করতে থাকুন
মনে রাখবেন : যত বেশি প্র্যাকটিস করবেন – তত ভালো প্রোগ্রামার হবেন
সংযোজন: এখানে প্রোগ্রামিং বলতে – অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝিয়েছি আমি। বাস্তব জীবনে যেসব বড় সফটওয়্যার তৈরী করা হয় তার অধিকাংশই Object Oriented Programming ধারণা ব্যবহার করে।