কীভাবে কিশোরদের ধূমপান থেকে সরিয়ে আনা যায়?
কীভাবে কিশোরদের ধূমপান থেকে সরিয়ে আনা যায়?
Add Comment
তাদের সাথে বাবা মা ভাই বোনদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের সাথে যদি বাবা মা ভাই বোন তাদের দৈনন্দিন ঘটনাবলি বা ভালো লাগা মন্দ লাগা (অবশ্যই যা ওই বয়সের বাচ্চার সাথে শেয়ার করা যায়) শেয়ার করে তাহলে তারাও বুঝবে বাবা মা ভাই বোন তাদের বন্ধু। সে ও সব শেয়ার করবে। ছেলে কার সাথে মিশছে সেগুলোও খেয়াল রাখতে হবে। তাদের নিয়মিত ন্যায় অন্যায়-ঠিক- ভুল এসব গল্পচ্ছলে বোঝাতে হবে। প্রতিটা স্কুলেও নিয়মিত এই বয়সের ছেলে মেয়েদের সচেতনতা মূলক ক্যাম্প করা উচিত বলে মনে করি।