কীভাবে নিজেকে আরো স্মার্ট করা সম্ভব?
কীভাবে নিজেকে আরো স্মার্ট করা সম্ভব?
এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমার বাবার দেয়া একটি পরামর্শের কথা মনে পড়ে গেল।
একদিন আমি আমার বাবার সাথে হেটে হেটে বাজারে যাচ্ছিলাম। যেতে যেতে আমি বাবাকে একই প্রশ্ন করলাম। বাবা আমি কীভাবে স্মার্ট হতে পারি?
বাবা তৎক্ষণাৎ কিছু বললেন না। হেঁটে যেতে যেতে কিছুক্ষণ পর আমাকে একদল কৃষককে দেখিয়ে বললেন, ওরা কারা?
আমি বললাম, ওরা হলো কৃষক।
তারপর বাবা জিজ্ঞেস করলেন, ওরা ওখানে কী করছে?
আমি উত্তর দিলাম, ধান কাটছে।
তারপর বাবা জিজ্ঞেস করলেন, ধান দিয়ে কী হয়?
আমি বললাম, ধান থেকে চাল হয়। চাল থেকে হয় ভাত। আর ভাত আমাদের প্রধান খাবার।
বাবা বললেন, বেশ। তাহলে তুমি কি এতক্ষণে কিছু বুঝতে পেরেছ?
আমি বললাম, না বাবা। আমি কিছুই বুঝি নাই।
বাবা বললেন, তুমি যদি স্মার্ট হতে চাও, তাহলে কৌতুহলী হও। কৌতুহল মানে হলো নতুন কিছু জানার ইচ্ছা। নতুন কিছু জানার ইচ্ছাই তোমাকে স্মার্ট করে তুলবে।