কীভাবে নিজেকে উন্নত করার জন্য পরিকল্পনা করবো?
কীভাবে নিজেকে উন্নত করার জন্য পরিকল্পনা করবো?
আপনার বিশ্বাস আপনার কাছে, আপনার মূল্যায়ন আপনার কাছে। তেমনি আপনার অনুভূতি ও আত্মসম্মান আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ। কে কিভাবে নিবে,কে কি ভাবছে,কে কি আলোচনা-সমালোচনা করে অভিমত ব্যক্ত করছে, এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন এবং সময় যদি আপনার থাকে আপনি কখনোই সামনের দিকে এগোতে পারবেন না। আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং রূচিবোধ রয়েছে। আপনার নিজস্ব স্বাধীনতা রয়েছে। চিন্তা করার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। হয়তো আপনি সব সময় সঠিক চিন্তা ভাবনা করতে পারেন না। আপনার আচরণগত অনেক দোষ-ত্রুটি আছে স্বাভাবিক। আপনি অতীতে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অনাগত ভবিষ্যতেও নিবেন। তারপরও আপনার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের জন্য নিজের মূল্যায়ন খুব বেশি প্রয়োজন। নিজের অজান্তেই করা ভুল গুলো মূল্যবান শিক্ষা জীবনের। অন্যের দৃষ্টিতে আপনার ভিন্ন রূপ। অন্যের মূল্যায়ন আপনার প্রতি ভিন্ন।তাই বলে অপ্রাসঙ্গিক নয়।কম বেশী সীমাবদ্ধতা রয়েছে আপনার মধ্যে। তাই তাদের ইতিবাচক নেতিবাচক ধারণা এবং মন্তব্য আপনাকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। আপনাকে বুঝতে হবে কোন টা আপনি গ্ৰহণ করবেন,কোন টা বর্জন করবেন। আপনি নিজের প্রতি অধিক আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। এতে করে অহংকার আপনার পতনের দ্বার উন্মোচন করবে অতি দ্রুত। আবার অন্যের মতামতকে শতভাগ গুরুত্ব দিয়ে নিজেকে নিয়ে হীনমন্যতা তৈরি করবেন না।এতে করে দিন শেষে হতাশ হবেন। সামনের দিকে এগোনোর রাস্তা হারিয়ে ফেলবেন নিজের অজান্তেই। জীবনে ব্যলেন্স করে চলার সামর্থ্য অর্জন করতে পারা টা ভীষণ জরুরী। মতামত গ্ৰহণ করবেন এবং নিজেকে পরিবর্তন করবেন।অবশ্যই নিজেকে একজন উন্নত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।