কীভাবে নিজেকে পরিবর্তন করা যায়?
কীভাবে নিজেকে পরিবর্তন করা যায়?
Add Comment
- যা শিখতে চাই, তা যারা জানে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। তারা যেখানে যায়, যেই পাবলিক ইভেন্টে অংশ নেয় সেখানে অংশ নিতে হবে।
- যারা সমাজে পরিবর্তন করে তাদের মত করে চিন্তা করতে হবে। আমি যদি ভালো পেশাজীবী হতে চাই, তাহলে আমার অফিসের সেরা কর্মী যেভাবে পোষাক পড়ে, যেভাবে কাজ করে তা আমাকে জানতে হবে। নিজের মত অনুসরণ করতে হবে।
- জীবনে মেন্টর বানাতে হবে অনেক। যারা কানে ধরে কথা শোনাবে, বলবে এটা ঠিক, ওটা ঠিক না। মেন্টর ছাড়া মানুষ, অনেকটা শুকতারা না দেখা নাবিকের মত।
- এখন যে ট্রেন্ড চলছে তা জানতে হবে, কোন বিষয়টা সব সময় ক্লাসিক তা শিখতে হবে।
- জীবনের কিছু মৌলিক বই যেমন ওয়ার অ্যান্ড পিস কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বইতে জীবনকে সপে দিতে পারি।