কীভাবে নিজের মূল্য বাড়ানো যায়?
কীভাবে নিজের মূল্য বাড়ানো যায়?
Add Comment
নিজেকে জনপ্রিয় করতে হলে কিছু একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। যেমন শিক্ষার তিনটি স্তরের মধ্যে আপনাকে সুশিক্ষিত স্তরটি অর্জন করতে হবে, অথবা উচ্চ শিক্ষিত স্তরটি বেছে নিতে হবে।
বই পড়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তবে সর্বদাই মনে রাখতে হবে – প্রকৃতিই জ্ঞানের ভান্ডার, তাই প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করতে পারলে আপনিও জ্ঞানী ব্যক্তি বলেই পরিচিত হবেন।
- মিষ্টি ভাষী হউন কারন ঝাঝালো কথা কেউ সহ্য করে না।
- কথা কম বলার চেষ্টা করুন কারন জ্ঞানীরা কথা কম বলে।
- অন্যদের সন্মান করুন কারন নিজে সন্মান না করলে অন্য কেউই সন্মান করবেনা।
- অন্যদের সাহায্য করুন কারন সাহায্যকারীকে মানুষ ভোলে না।
- মনের হিংসা ত্যাগ করুন কারন হিংসা মানুষের সংগে দূরত্ব বাড়ায়।
- অহংকার ত্যাগ করুন কারন অহংকার পতনের মূল কারণ।
- কখনো কাউকে ছোট করে দেখবেন না কারন বয়স দিয়ে যোগ্যতার বিচার হয়না।
উপরের নিয়ম অনুযায়ী চললেই আপনি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হবেন বলে আশা করছি।