কীভাবে বুঝবো কোনো মেয়ের মনের কথা?
কীভাবে বুঝবো কোনো মেয়ের মনের কথা?
মেয়েদের মনের কথা বুঝতে হলে আপনাকে- অর্থনীতি, আধুনি ফাইন্যান্স, পলিটিক্যাল সায়েন্স, সামজবিদ্যা, ইতিহাস ও ফিলোসফিতে ভালো ধারণা থাকতে হবে। অর্থ্যাত প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে আপনার ‘জ্ঞান’ বৃদ্ধি পাবে। জ্ঞান দিয়ে আপনি সব কিছু অনুধাবন করতে পারবেন। জ্ঞান আপনাকে কেউ দিতে পারবে না, কোথাও থেকে জ্ঞান কিনতেও পারবেন না। জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞানের চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছু নেই। অজ্ঞতা হলো অন্ধকার। আর জ্ঞান হচ্ছে আলো। যা চারপাশকে আলোকিত করে।
আপনি কার মনের কথা বুঝতে চাচ্ছেন? আপনার মা? বোন? স্ত্রী? নাকি প্রেমিকা? বুঝতে চাইলে বুঝা সম্ভব। নিজের সমস্ত স্বচ্ছতা দিয়ে, সমস্ত ভালোত্ব দিয়ে, সমস্ত মেধা দিয়ে, সমস্ত সরলতা দিয়ে, জ্ঞান দিয়ে। নারীদের সম্মান করুণ, ভালোবাসুন তাহলেই নারীদের বুঝতে পারবেন। নারীরা হচ্ছেন ধরনী। তাদের মাঝেই আমাদের বাস। শুধু মনে রাখবেন, আপনার বাসার নারী ভালো থাকলে, আপনার পুরো পরিবার ভালো থাকবে। সারা বিশ্বের নারীরা ভালো থাকলে, পুরো বিশ্ব ভালো থাকবে। পবিত্র ভালোবাসা নিয়ে নারীর পাশে থাকুন। সব বুঝতে পারবেন।