কীভাবে বুঝবো প্রিয়জনদের কাছে সস্তা হয়ে গেলাম? আর এতে করণীয় কী?
কীভাবে বুঝবো প্রিয়জনদের কাছে সস্তা হয়ে গেলাম? আর এতে করণীয় কী?
Add Comment
কীভাবে বুঝবো প্রিয়জনের কাছে সস্তা হয়ে গেলাম?
- আপনাকে কারণে/অকারণে ব্যস্ততা দেখাবে।
- কল রিসিভ করতে এবং মেসেজের রিপ্লাই দিতে দেরি করবে।
- আপনার ব্যাপারে উদাসীনতা দেখাবে।
- আপনার মাথার উপর থেকে ভালোবাসার হাতটা সরিয়ে নিবে।
- আপনাকে আগের তুলনায় সহযোগিতা করবে না।
- এককথায় আপনাকে আর ভালোবাসবে না।
- আপনাকে খুব একটা পাত্তা দিতে চাইবে না।
- আপনার সাথে ভাব নিয়ে কথা বলবে এবং ইগো দেখাবে।
আর এতে করনীয় কী?
- প্রথমত কারো কাছ থেকে জোর করে পাত্তা পাওয়ার চেষ্টা করা যাবে না।
- সে যে-ই হোক না কেন,কারো কাছে নিজেকে সস্তা করবেন না।
- নিজের উপর নির্ভরশীল হোন।
- নিজের সিদ্ধান্ত নিজেই নিন।
- প্রয়োজনে প্রিয়জনের কাছ থেকে নিজেকে উইথড্র করে নিন।এমন আচরণ করুন যেন প্রিয়জন আপনার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন।
- কেউ বিজিনেস দেখালে তার সাথে যোগাযোগের কোন প্রয়োজন নেই।
- কথাবার্তায় কেউ অসংলগ্ন আচরণ করলে তাকে খুব একটা পাত্তা দিবেন না।
- কারো প্রিয় হওয়ার চেষ্টা করবেন না।
- নিজের মত থাকুন এবং নিজের পথে চলুন।
- আপন চরকায় তেল দিন।
- নিজেকে সর্বদা ব্যস্ত রাখুন।