কীভাবে বুঝব, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি?
কীভাবে বুঝব, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি?
Add Comment
- আপনি আপনার আশেপাশের মানুষ গুলোর কাছে নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলবেন তা অবশ্যই আপনার কাজ আর ব্যাবহার এর উপর নির্ভর করবে।যখন আপনি বুঝতে শুরু করবেন আপনার অল্প কথায় আপনার আশেপাশের মানুষ গুলো বিরক্ত হতে শুরু করেছেন তখন আপনি বুঝে নিবেন আপনি নিজেকে আগের চেয়ে সস্তা বানিয়ে ফেলেছেন।
- আপনার যখন মনে হবে আপনার আশেপাশের মানুষ গুলোর দৃষ্টি আকর্ষণ করতে আপনার আগের চেয়ে বেশি সময় তাদের পিছনে আপনার দিতে হচ্ছে বা কোনো বিষয়ে তাদেরকে বোঝানোর জন্য আপনাকে আগের চেয়ে বেশি ব্যাখ্যা করতে হচ্ছে তাহলে আপনি বুঝে নিবেন আপনি নিজেকে আগের চেয়ে কিছুটা হলেও সস্তা করে ফেলেছেন।
- আপনার অনেক ছোট ছোট কাজের উপর আগে যেই সকল মানুষগুলো খুশি হতো তারাই যদি আপনার সেই ছোট ছোট কাজ গুলোকে অবমাননা করতে শুরু করে আপনি বুঝে নিবেন সেই সেই মানুষের কাছে আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন।
- যখন দেখবেন আপনার প্রিয় ব্যক্তিত্ব গুলো আপনাকে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ও গ্রাহ্য না করে আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে অন্য কোনো বাক্তির সামান্য বিষয়গুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ছেন তখন বুঝে নিবেন আপনি আপনার প্রিয় বাক্তিত্ব গুলোর কাছেও নিজেকে সস্তা বানিয়ে ফেলেছে।
- আপনার কাছের বা প্রিয় মানুষগুলো যখন আপনার সামনে বা আড়ালে আপনার এবং অন্য একজনের মাঝে কোনো কাজ বা স্বভাব নিয়ে তুলনা করে আপনাকে ব্যতীত রেখে তাকে ভালো বা সঠিক প্রমাণ করে তখন আপনি ধরে নিতে পারেন আপনি তার কাছে নিজেকে কোনো না কোনো ভাবে সস্তা বানিয়ে ফেলেছেন।
- ইংরেজিতে একটি বাক্য রয়েছে “More Availability Is Not Good” আপনার অধিক গদ্গদ ভাব আপনাকে আপনার আশেপাশের মানুষ গুলোর কাছে সস্তা বানিয়ে ফেলে খুব সহজেই।যদিও আপনার একটু চাপা স্বভাব অনেকের কাছে আপনাকে হিংসুক,বন্ধুসূলভ নয় ইত্যাদি ইত্যাদি নেতিবাচক কিছু আচরণ এর প্রমাণ ঘটাবে।কখন কোথায় কতটা গদ্গদ ভাব আচরণ করতে হবে সেটি আপনি নিয়েই বুঝে যাবেন।কিন্তু অল্পতেই খুব বেশি গদগদ ভাব আপনাকে আপনার আশেপাশের মানুষ গুলোর কাছে সস্তা বানিয়ে ফেলবে।