কীভাবে মন পরিশুদ্ধ হতে পারে?
• নিজের কাজ নিজে করার চেষ্টা করুন।
• খারাপ কাজ করা থেকে বিরত থাকুন।
• কারো প্রতি হিংসা পুষে রাখবেন না।
• যে কাজ আপনার মনে সন্দেহ সৃষ্টি করে, সেসকল কাজ এড়িয়ে চলুন।
• মানুষকে ক্ষমা করতে শিখুন।
• কখনো প্রতারণা করবেন না।
এগুলো মেনে চললে আপনার আত্মা পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ।
# লেখাটি পড়ার জন্য ধন্যবাদ !